জাপানের ওসাকাতে ‘জে-গ্রিন সাকাই লেডিস ফুটবল ফেস্টিভালে অংশ নিতে আজ (মঙ্গলবার) ঢাকা ছাড়ছে অনূর্ধ্ব-১৬ বাংলাদেশ নারী ফুটবল দল।
বিজ্ঞাপন
সোমবার বিকেলে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন, উইম্যান উইংসের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
আগামি সেপ্টেম্বরে এএফসি চ্যাম্পিয়নশিপের মূল পর্বকে সামনে রেখে বাফুফের তত্ত্বাবধানে আবাসিক অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ।
বিজ্ঞাপন
দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলে জানান, কতখানি উন্নতি করেছে মেয়েরা সেটা পরখ করতেই এ ফেস্টিভালে অংশ নেয়া। এদিকে, জাপান-থাইল্যান্ডের মতো দেশের ফুটবলারদের বিপক্ষে খেলে নিজেদের আরো ধারালো করতে চান দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার।
জেএইচ